Zilqad 1443 || June 2022

নাসির উদ্দিন ভুঁইয়া - গৌরিপুর, মোমেনশাহী

৫৭০৪. Question

জনৈক ব্যক্তি ঈদুল ফিতরের জামাতে এক রাকাত মাসবূক হন এবং দ্বিতীয় রাকাতের শুরুতে এসে যুক্ত হন।  ইমাম সাহেব নামায শেষ করার পর ওই ব্যক্তি দাঁড়িয়ে বাকি নামায পূর্ণ করেন এবং প্রথম রাকাতে সূরা ফাতিহার আগে যেভাবে অতিরিক্ত তিনটি তাকবীর বলতে হয় সেভাবে তাকবীর বলেন। মুফতী সাহেবের কাছে প্রশ্ন হল, তার এভাবে নামায পড়া কি সহীহ হয়েছে?

Answer

ওই মাসবূক ব্যক্তির নামায আদায় হয়ে গেছে। তবে ওই রাকাতের শুরুতেই তার তাকবীর বলা নিয়ম পরিপন্থী হয়েছে। এক্ষেত্রে সঠিক নিয়ম হল, ইমাম সালাম ফেরানোর পর মাসবূক প্রথমে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বে, তারপর ঈদের নামাযের অতিরিক্ত তিন তাকবীর বলে রুকুতে যাবে। অর্থাৎ মাসবূক এ রাকাতেও রুকুর আগে অতিরিক্ত তাকবীর বলবে।

-মুসান্নাফে ইবেন আবি শাইবা, বর্ণনা ৫৮৬৩; কিতাবুল আছল ১/৩২২; বাদায়েউস সানায়ে ১/৬২৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৫; আলমুহীতুল বুরহানী ২/৪৯৪; আলবাহরুর রায়েক ২/১৬১; হালবাতুল মুজাল্লী ২/৫৫০; আদ্দুররুল মুখতার ২/১৭৪

Read more Question/Answer of this issue