Zilqad 1443 || June 2022

আবদুল্লাহ - মতলব, চাঁদপুর

৫৭০৩. Question

একদিন এশার নামায পড়ার সময় তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর ভুলে অন্য একটি সূরাও পড়ে ফেলি। এরপর আমি আর সাহু সিজদা করিনি। আমার প্রশ্ন হল, এ অবস্থায় কি আমার নামায সহীহ হয়েছে?

Answer

হাঁ, আপনার উক্ত নামায সহীহ হয়েছে। কেননা ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়লে সাহু-সিজদা ওয়াজিব হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি সাহু-সিজদা না করে ঠিকই করেছেন।

প্রকাশ থাকে যে, ফরযের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা না পড়া সুন্নত। তাই ফরযের শেষ দুই রাকাতে ইচ্ছাকৃত সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে না।

-ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮৮; আলবাহরুর রায়েক ১/৩২৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; শরহুল মুনইয়া, পৃ. ৩৩১; আদ্দুররুল মুখতার ১/৪৫৯; রদ্দুল মুহতার ১/৪৫৯

Read more Question/Answer of this issue