Zilqad 1443 || June 2022

জাওয়াদ আহমাদ - মুরাদনগর, কুমিল্লা

৫৭০২. Question

আমি একদিন বাড়িতে একাকী যোহরের নামায পড়ছিলাম। চতুর্থ রাকাত শেষে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যাই। তারপর রুকুতে গিয়ে স্মরণ হয় যে, আমি চতুর্থ রাকাতে শেষ বৈঠক করিনি। তখন মাসআলা না জানার কারণে নামায ছেড়ে দিয়ে নতুনভাবে আবার নামায পড়ি।

মুহতারামের নিকট জানতে চাই, উক্ত ক্ষেত্রে আমার জন্য করণীয় কী ছিল? নামায ছেড়ে দেওয়াটা কি আমার উচিত হয়েছে?

Answer

প্রশ্নোক্ত  ক্ষেত্রে যেহেতু পঞ্চম রাকাতের সিজদা করার আগেই আপনার ভুলের কথা স্মরণ হয়েছে, তাই স্মরণ হওয়া মাত্র (পঞ্চম রাকাতের সিজদা করার আগেই) আপনার করণীয় ছিল বসে যাওয়া। অতঃপর তাশাহহুদ পড়ে সাহু সিজদা করা। এরপর যথানিয়মে নামায শেষ করা। এতে আপনার ওই নামায সহীহ হয়ে যেত। কিন্তু তা না করে নামায ছেড়ে দেওয়া ঠিক হয়নি।

এমনকি ভুলে পঞ্চম রাকাতের সিজদা করে ফেললেও নামায থেকে বের হয়ে যাওয়া ঠিক নয়। সেক্ষেত্রে আরেক রাকাত পড়ে নিয়ে নিয়মমত সালাম ফিরাবে। তখন এই নামায নফল হিসেবে গণ্য হয়ে যাবে। আর যোহরের ফরয পুনরায় সে আদায় করে নেবে। কিন্তু নামায ছেড়ে দিলে ইচ্ছাকৃত নামায বাতিল করা হয়। আর ইচ্ছাকৃত কোনো আমল বাতিল করতে নিষেধ করা হয়েছে। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে-

وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَكُمْ.

আর তোমরা তোমাদের আমলসমূহকে বাতিল করো না। [সূরা মুহাম্মাদ (৪৭) : ৩৩]

-আলহাবিল কুদসী ১/১৯২; বাদায়েউস সানায়ে ১/৪২৭তাবয়ীনুল হাকায়েক ১/৪৮০; আলবাহরুর রায়েক ২/১০২রদ্দুল মুহতার ২/৮৫

Read more Question/Answer of this issue