নাবিলা তাবাসসুম - বাড্ডা, ঢাকা
৫৭০১. Question
আমি মাদরাসার ছাত্রী। সম্প্রতি করোনা পরিস্থিতিতে আমাদের মাদরাসার বিরতি চলছে। বিরতিতে বাসায় দ্বীনী কিতাবাদি মুতালাআ ও ইবাদত বন্দেগীতে সময় কাটে। কিন্তু অপবিত্রতার দিনগুলোতে নামায ও তিলাওয়াত থেকে বিরত থাকি। প্রশ্ন হল, এ অবস্থায় কি যিকির-আযকার ও তাসবীহাত আদায় করতে পারব?
Answer
হাঁ, হায়েয অবস্থায় যিকির-আযকার, তাসবীহাত ও দুআ-দরূদ পড়া জায়েয। কিন্তু কুরআন কারীম পড়া যাবে না। মা‘মার রাহ. বলেন-
سَأَلْتُ الزّهْرِيّ، عَنِ الْحَائِضِ وَالْجُنُبِ أَيَذْكُرَانِ اللهَ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ: أَفَيَقْرَآنِ الْقُرْآنَ؟ قَالَ: لَا.
আমি যুহরীকে জিজ্ঞাসা করলাম, ঋতুমতী নারী ও গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি কি আল্লাহর যিকির করতে পারবে? তিনি বললেন, হাঁ, পারবে।
আমি বললাম, তারা কি কুরআন পড়তে পারবে?
তিনি বললেন, না পারবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৩০২)
ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-
الْحَائِضُ وَالْجُنُبُ يَذْكُرَانِ اللهَ وَيُسَمِّيَانِ.
ঋতুমতী নারী ও গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি আল্লাহর যিকির করতে পারবে এবং বিসমিল্লাহ বলতে পারবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৩০৫)
হযরত ইবনে জুরাইজ রাহ. বলেন-
قُلْتُ لِعَطَاءٍ: الْحَائِضُ وَالْجُنُبُ يَذْكُرَانِ اللهَ؟ قَالَ: نَعَمْ.
আমি আতা রাহ.-কে জিজ্ঞাসা করলাম, ঋতুমতী নারী ও গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি কি আল্লাহর যিকির করতে পারবে? তিনি বললেন, হাঁ, পারবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৩০৪)
-ফাতহুল কাদীর ১/১৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; আলজাওহারাতুন নাইয়িরা ১/৩৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৭৭; রদ্দুল মুহতার ১/২৯৩