Zilqad 1443 || June 2022

ফারহান - উত্তরা, ঢাকা

৫৭০০. Question

লকডাউনে আমাদের এলাকায় এক লোক মারা যান। আমি তাঁর জানাযায় শরীক হই। নামাযের সময় আমি জুতা খুলে জুতার উপর দাঁড়াই। তখন আমার পাশের এক মুরব্বী বললেন, জুতার উপর দাঁড়িয়ে নামায পড়লে নামায হয় না। মাটির উপর দাঁড়িয়ে নামায পড়তে হয়। জানার বিষয় হল, ঐ মুরব্বীর কথা কি ঠিক?

Answer

জুতার উপরের অংশে নাপাকী না থাকলে জুতার উপর দাঁড়িয়ে নামায পড়তে সমস্যা নেই। কিন্তু জুতার উপরের অংশে নাপাকি থাকলে জুতা খুলে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, যদি জুতার উপর-নিচ পবিত্র থাকে এবং যে জায়গায় দাঁড়াবে সে স্থানও পবিত্র হয় তাহলে জুতা পরেও জানাযার নামায পড়া জায়েয।

-ফাতাওয়া খানিয়া ১/৩০; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৬; আলমুহীতুল বুরহানী ২/২০; আলবাহরুর রায়েক ২/১৭৯; রদ্দুল মুহতার ১/৪০২

Read more Question/Answer of this issue