হালিমা সাদিয়া - গুলশান, ঢাকা
৫৬৯৯. Question
আমার ছেলের বয়স মাত্র পাঁচ মাস। দুধ খাওয়ানোর পর কখনো কখনো সে আমার কোলে বমি করে। তখন আমি কাপড় থেকে বমি টিস্যু দিয়ে মুছে অথবা হাত দ্বারা ফেলে দিয়ে ঐ কাপড়েই নামায পড়ি। আমরা জানি, বড়দের বমি নাপাক। প্রশ্ন হল, দুধের শিশুর বমির বিধান কী? তা পাক, নাকি নাপাক?
Answer
প্রশ্নের বর্ণনায় মনে হচ্ছে, আপনার ছেলের বমি সাধারণত মুখ ভরে হয় না। যদি তা-ই হয় তাহলে তা নাপাক হবে না। কিন্তু যদি মুখ ভরে হয় তাহলে নাপাক গণ্য হবে। কেননা শিশুর বমিও মুখ ভরে হলে নাপাক। আর মুখ ভরে বমি এক দিরহামের (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের) বেশি পরিমাণ কাপড়ে বা শরীরে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। সেক্ষেত্রে এই স্থানটি ধৌত করে নামায আদায় করতে হবে। ধোয়া ছাড়া শুধু মুছে ফেলা যথেষ্ট নয়। এক দিরহামের কম হলে ধোয়া ছাড়া নামায পড়া যাবে। হাসান বসরী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-
الْقَيْءُ وَالْخَمْرُ وَالدّمُ بِمَنْزِلَةٍ.
বমি, মদ ও রক্তের হুকুম একই পর্যায়ের। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২০৩৯)
-আলমাবসূত, সারাখসী ১/৮১; আলইখতিয়ার ১/১১০; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১৫৯; আদ্দুররুল মুখতার ১/১৩৭; রদ্দুল মুহতার ১/৩১৬