Zilqad 1443 || June 2022

সৈয়দ আলী - নাটোর

৫৬৯৮. Question

একদিন বাসায় ওযু করছিলাম। ওযুর মাঝখানে হঠাৎ ট্যাংকির পানি শেষ হয়ে যায়। আমি তখন মসজিদে চলে যাই। কিন্তু মসজিদে যেতে যেতে ওযুতে ধোয়া অঙ্গগুলো একেবারে শুকিয়ে যায়। তখন আমি দ্বিধায় পড়ে যাই যে, বাকি অঙ্গগুলো ধুয়ে পূর্বের ওযুই পূর্ণ করে নেব, নাকি নতুন করে আবার পূর্ণাঙ্গ ওযু করব। পরে মসজিদে আসা জনৈক মুসল্লিকে জিজ্ঞেস করে আমি শুধু আগের ওযুতে বাকি থাকা অঙ্গগুলো ধুয়েই দ্রুত ওযু শেষ করে ফেলি। তাই এখন মুহতারামের নিকট জানার বিষয় হল, পূর্বে ধোয়া অঙ্গগুলো শুকিয়ে যাওয়ার পর শুধু অবশিষ্ট অঙ্গগুলো ধুয়ে ওযু শেষ করা সহীহ হয়েছে কি না? জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে পূর্বে ধোয়া অঙ্গগুলো শুকিয়ে গেলেও আপনার ওযু সহীহ হয়েছে। কেননা ওযুতে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য অঙ্গ ধোয়া সুন্নত। কোনো কারণে তা ছুটে গেলেও ওযু শুদ্ধ হয়ে যায়।

-কিতাবুল আছল ১/২৪; শরহু মুখতাসারিত তাহাবী ১/৩২৭; ফাতাওয়া তাতারখানিয়া ১/২২১; হালবাতুল মুজাল্লী ১/৭৬; দুরারুল হুক্কাম ১/১১

Read more Question/Answer of this issue