শাহাদাত হোসাইন - না. গঞ্জ
৫৬৯৭. Question
আমাদের গ্রামের লোকেরা নারিকেল গাছ থেকে নারিকেল পাড়িয়ে বিনিময়ে দুটি বা তিনটি নারিকেল দেওয়ার চুক্তি করে। জানার বিষয় হল, এভাবে চুক্তি করা কি জায়েয?
Answer
নির্ধারিত সংখ্যার নারিকেলের বিনিময়ে গাছ থেকে নারকেল পাড়ার চুক্তি করা জায়েয। এ ক্ষেত্রে বিনিময় হিসেবে কোন্ মানের নারিকেল দেওয়া হবে তা আগেই ঠিক করে নিতে হবে। তবে তার পাড়া নারিকেল থেকেই বিনিময় দেয়ার শর্ত করা যাবে না। অবশ্য ঐভাবে চুক্তি করার পর লোকটির পেড়ে দেয়া নারিকেল (শর্তানুযায়ী হলে তা) দিয়েও বিনিময় দেওয়া যাবে। আর পূর্বে উল্লেখিত মানের অন্য নারিকেলও দেওয়া যাবে।
-আলমুহতুল বুরহানী ১১/৩৩৩; ফাতাওয়া খানিয়া ২/৩২৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৮; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৩; শরহুল মাজাল্লা, আতাসী ২/৫৩৯