মুহাম্মাদ ইরফান - মিরপুর, ঢাকা
৫৬৯৬. Question
বাজারে আমার একটি দোকান আছে। আমার এক বন্ধু দোকানটি নিতে চাচ্ছে। সে এখানে কম্পোজ ও অনলাইনের বিভিন্ন কাজ করবে। তার দুটি কম্পিউটার আছে, যেগুলো সে এ কাজে ব্যবহার করবে। আর প্রিন্টারসহ আরো কিছু প্রয়োজনীয় আসবাব সে কিনে নেবে। দোকানের ডেকোরেশনের কাজও সে নিজেই করবে। আর সে আমাকে কিছু কাজ শিখিয়ে দেবে। আমিও তার সঙ্গে কিছু কিছু কাজ করব। লভ্যাংশ বণ্টনের চুক্তি এভাবে হয় যে, ৬০% আমার বন্ধু নেবে আর ৪০% আমি নিব। হুজুরের কাছে জানার বিষয় হল- এভাবে চুক্তি করা জায়েয হয়েছে কি না?
Answer
হাঁ, প্রশ্নোক্ত পদ্ধতিতে দু’জনের মাঝে শতকরা হারে লাভ বণ্টনের চুক্তি করা জায়েয হয়েছে। তাই আপনি চাইলে আপনার বন্ধুর সাথে এভাবে ব্যবসা করতে পারেন। এতে কোনো অসুবিধা নেই।
-ফাতাওয়া বাযযাযিয়া ৬/২২৮; আলবাহরুর রায়েক ৫/১৮১; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৩৪; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দাহ ১৩৯৫; শরহুল মাজাল্লা, আতাসী ৪/৩১৭