সাদিক হুসাইন - সাতক্ষীরা
৫৬৯৩. Question
আমার মোবাইল সার্ভিসিং করার দোকান আছে। আমার দোকানে কর্মচারী হিসেবে দুইজন কাজ করে। সম্প্রতি এক কর্মচারী একটা মোবাইল মেরামত করার সময় অনিচ্ছাকৃত স্ক্রীনের অংশবিশেষ ভেঙে ফেলে। পরবর্তীতে মোবাইলের মালিক নতুন স্ক্রীন লাগিয়ে দিতে বলে। সে ঐ ত্রুটিপূর্ণ স্ক্রীন নিতে রাজি হচ্ছে না।
আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে কি তার নতুন স্ক্রীন লাগিয়ে দেওয়া আমার জন্য আবশ্যক? যদি আবশ্যক হয়ে থাকে তাহলে কি আমি ঐ কর্মচারী থেকে স্ক্রীনের মূল্য আদায় করতে পারব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে মোবাইলটি মেরামত করার সময় যেহেতু আপনাদের হাতেই স্ক্রীনটি নষ্ট হয়েছে তাই আপনাদেরকে উক্ত মোবাইলের স্ক্রীন লাগিয়ে দিতে হবে। অথবা এর ক্ষতিপূরণ দিতে হবে। আর এই জরিমানা আপনার পক্ষ থেকেই দিতে হবে; কর্মচারী থেকে নেওয়া যাবে না। কেননা প্রশ্নের বর্ণনা অনুযায়ী কর্মচারী ইচ্ছাকৃতভাবে সেটি নষ্ট করেনি; বরং তার অনিচ্ছাতেই এমনটি ঘটে গেছে। তাই তার উপর এর জরিমানা বর্তাবে না। অবশ্য মোবাইলটি নষ্ট হওয়ার ক্ষেত্রে কর্মচারীর অবহেলা ও ত্রুটি প্রমাণিত হলে তার থেকে এর জরিমানা আদায় করা যাবে।
-মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ১৪৯৪৬, ১৪৯৪৮; মাবসূত, সারাখসী ১৬/১২; বাদায়েউস সানায়ে ৪/৭৪, ৭৬; আলমুহীতুল বুরহানী ১২/৬৬; তাবয়ীনুল হাকায়েক ৬/১৪০ শরহুল মাজাল্লা, আতাসী ২/৭২৩, ৭২০