Shawal 1443 || May 2022

রহমাতুল্লাহ - কিশোরগঞ্চ

৫৬৯২. Question

আমার চারটি ছেলে সন্তান; কোনো মেয়ে নেই। আমি মান্নত করেছিলাম, ‘যদি আল্লাহ তাআলা আমাকে কন্যা সন্তান দান করেন তাহলে  আমি বড় গরু দিয়ে তার আকীকা করে গ্রামবাসীকে খাওয়াবো।আল্লাহর রহমতে কিছুদিন পূর্বে আমার কন্যা সন্তান হয়। আমি চাচ্ছি, তার আকীকা করতে। কিন্তু তার জন্ম সিজারে হওয়ায় এবং পরবর্তী কিছু জটিলতায় ইতিমধ্যে আমার অনেক টাকা খরচ হয়ে যায়। যদ্দরুন এই মুহূর্তে গরু দিয়ে আকীকা করা আমার জন্য কষ্টসাধ্য। হুজুরের নিকট জানতে চাই, এখন আমার জন্য গরু দিয়ে আকীকা না করে ছাগল দিয়ে আকীকা করার সুযোগ আছে কি?

Answer

আকীকার মান্নত সহীহ নয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মান্নতই যেহেতু সহীহ হয়নি তাই স্বাভাবিক নিয়ম অনুযায়ী ছাগল দিয়েই আপনি আকীকা করতে পারবেন। গরু দিয়ে আকীকা করা জরুরি হবে না।

-আদ্দুররুল মুখতার ৩/৭৩৫; ইমদাদুল আহকাম ৪/২০৭

Read more Question/Answer of this issue