মিযানুর রাহমান - যাত্রাবাড়ি, ঢাকা
৫৬৯১. Question
বিভিন্ন দাম্পত্য কলহের কারণে স্ত্রীর সাথে আমার বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের চার বছর বয়সী একটি পুত্র সন্তান আছে। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি যে, আমাদের বিচ্ছেদ হয়ে গেলে আমার সন্তান কার কাছে থাকবে? এবং তার লালন-পালন ও খরচাদির দায়িত্বশীল কে হবে?
Answer
মা-বাবার মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটলে পুত্র সন্তানের বয়স সাত বছর হওয়া পর্যন্ত মা তার লালন-পালনের অধিকার রাখে। অবশ্য মা অন্যত্র (সন্তানের মাহরাম ব্যতীত কারো সাথে) বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার আর এ অধিকার থাকে না। সেক্ষেত্রে সন্তানের নানী, দাদী, বোন, খালা, ফুফু যথাক্রমে এ অধিকার লাভ করে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটে গেলে আপনার ছেলের সাত বছর হওয়া পর্যন্ত তার মা নিজের কাছে তাকে রাখতে পারবে। তার বয়স সাত বছর পূর্ণ হলে আপনি তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। আর সন্তান যার কাছেই থাকুক তার লালন-পালন বাবদ যাবতীয় খরচাদি আপনাকেই বহন করতে হবে।
প্রকাশ থাকে যে, আপনাদের মাঝে বাস্তবে বিচ্ছেদের মতো কোনো কিছু ঘটে থাকলে সে ব্যাপারে মাসআলা জেনে নিয়ে সে অনুযায়ী আমল করবেন। আর যদি বিচ্ছেদের মতো কিছু না ঘটে থাকে; বরং বিচ্ছেদের আশঙ্কা করে থাকেন তাহলে সম্পর্ক বহাল রাখার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কের স্থায়িত্ব পছন্দ করেন। অনিবার্য কারণ ছাড়া বিচ্ছেদ অপছন্দ করেন। বৈবাহিক জীবনে কোনো জটিলতা দেখা দিলে শরীয়তের নির্দেশনা হচ্ছে উভয় পক্ষের মুরব্বীদের সহায়তা নিয়ে সম্পর্ককে রক্ষা করার চেষ্টা করা। এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য আলেমের শরণাপন্ন হয়ে বিস্তারিত নির্দেশনা নিয়ে সে অনুযায়ী কাজ করা উচিত হবে।
-সুনানে আবু দাউদ, হাদীস ২২৭৬; কিতাবুল আছল ১০/৩৫১, ৩৪৮; বাদায়েউস সানায়ে ৩/৪৫৭, ৪৪৩; ফাতহুল কাদীর ৪/১৮৮; তাবয়ীনুল হাকায়েক ৩/২৯১; আদ্দুররুল মুখতার ৩/৫৬৩; রদ্দুল মুহতার ৩/৬১৩