Shawal 1443 || May 2022

রাকীবুদ্দীন - বরিশাল

৫৬৯০. Question

আমাদের এক আত্মীয় হজ্বে যাওয়ার জন্য হজ্ব এজেন্সিতে টাকা জমা দেন।  কিন্তু গত সপ্তাহে তিনি হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল করেন। এখন জানার বিষয় হল, এজেন্সিতে জমা দেওয়া ঐ টাকা কি তার মিরাসের অন্তভুর্ক্ত হবে, নাকি ঐ টাকা দিয়ে কাউকে বদলী হজ্ব করিয়ে দিতে হবে।

উল্লেখ্য, তিনি হঠাৎ মারা যাওয়ায় মৃত্যুর পূর্বে বদলী হজ্বর ওসিয়ত করে যেতে পারেননি।

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে তিনি যেহেতু নিজে হজ্ব করে যেতে পারেননি তাই এজেন্সি থেকে যদি ঐ টাকা ওঠানো যায় তাহলে তা মীরাসী সম্পত্তি হিসেবে গণ্য হবে। তবে জেনে রাখা দরকার, হজ্ব গুরুত্বপূর্ণ ফরয ইবাদত। কেউ জীবদ্দশায় তা আদায় করতে না পারলে বদলী হজ্বের ওসিয়ত করে যেতে হয়। লোকটি তা করতে পারেনি। তাই তার ওয়ারিসগণের উচিত তার পক্ষ থেকে বদলী হজ্ব করিয়ে দেওয়া। হাদীস শরীফে বর্ণিত হয়েছে-

عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَتْ امْرَأَةٌ إِلَى النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ، فَقَالَتْ: إِنّ أُمِّي مَاتَتْ وَلَمْ تَحُجّ، أَفَأَحُجّ عَنْهَا؟ قَالَ: نَعَمْ، حُجِّي عَنْهَا.

বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলল, আমার মা মারা গিয়েছেন, কিন্তু তিনি হজ্ব আদায় করে যেতে পারেননি। আমি কি তার পক্ষ থেকে হজ্ব আদায় করবো? তিনি বললেন, হাঁ, তুমি তার পক্ষ থেকে হজ্ব আদায় কর। (জামে তিরমিযী, হাদীস ৯২৯)

অতএব ওয়ারিশগণের উচিত লোকটির পক্ষ থেকে কাউকে বদলী হজ্বে পাঠানো। তবে যেহেতু ঐ ব্যক্তি হজ্বের ওসিয়ত করে যাননি তাই তার মীরাসী সম্পত্তি থেকে হজ্বের খরচ নিতে হলে সকল ওয়ারিশের স্বতঃস্ফূর্ত সমর্থন লাগবে। আর কোনো নাবালেগ ওয়ারিশ থাকলে তার অংশ থেকে নেয়া যাবে না। কারণ লোকটির মৃত্যুর পর ঐ সম্পত্তিগুলো ওয়ারিশদের মালিকানায় এসে গেছে।

Answer

-বাদায়েউস সানায়ে ২/৪৬৯; ফাতাওয়া খানিয়া ১/৩০৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৫৯; গুনইয়াতুন নাসিক, পৃ. ৩২২

Read more Question/Answer of this issue