Shawal 1443 || May 2022

মাহমুদ - ফরিদপুর

৫৬৮৮. Question

রোযা অবস্থায় ওযুর মধ্যে অথবা অন্য কোনো প্রয়োজনে কুলি করার পর মুখে পানির ভেজা ভেজা ভাব থেকে যায়। পরে থুথুর সাথে তা পেটে যায়। দীর্ঘদিন হল আমার সন্দেহ হয় যে, এর দ্বারা আমার রোযা নষ্ট হয়ে যায় কি না। কিন্তু অনেক চেষ্টা করেও এখান থেকে বাঁচতে পারি না। তাই মুহতারামের নিকট জানতে চাই, উক্ত পানি পেটে যাওয়ার দ্বারা আমার রোযা নষ্ট হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

রোযা অবস্থায় কুলি করে মুখে থেকে পানি ফেলে দেওয়ার পর মুখ যে আর্দ্রতা থাকে তা থুথুর সাথে পেটে গেলে রোযার কোনো ক্ষতি হয় না। সুতরাং এ নিয়ে দুশ্চিন্তা করা ঠিক নয়।

-আলহাবিল কুদসী ১/৩১৩; বাদায়েউস সানায়ে ২/২৩৮; তাবয়ীনুল হাকায়েক ২/১৭২ ফাতাওয়া বায্যাযিয়া ৪/১০০; ফাতহুল কাদীর ২/২৫৮; রদ্দুল মুহতার ২/৩৯৬

Read more Question/Answer of this issue