Shawal 1443 || May 2022

মুহাম্মাদ আবদুস সালাম - ডাকাহার, দুপচাঁচিয়া, বগুড়া

৫৬৮৬. Question

আমাদের গ্রামের মসজিদে আযান দেওয়ার জন্য এবং মসজিদের জেনারেটর ও অন্যান্য আসবাবপত্র রাখার জন্য মসজিদের বাইরে মসজিদের দেওয়ালের সাথে সংযুক্ত করে একটি ঘর নির্মাণ করা হয়েছে। মসজিদের ভেতর দিয়ে সেই ঘরে প্রবেশ করা যায়। এখন মুফতী সাহেবের নিকট আমরা জানতে চাই যে, রমযান মাসে ইতিকাফকারী কোনো ব্যক্তি, যিনি মসজিদের নির্ধারিত মুআযযিন অথবা তিনি ছাড়া অন্য কোনো ইতিকাফকারী ব্যক্তি আযান দেওয়ার জন্য মসজিদের বাইরে নির্মাণ করা সেই ঘরে প্রবেশ করে, তাহলে তার ইতিকাফ নষ্ট হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

ইতিকাফকারী (মসজিদের নির্ধারিত মুআযযিন হোক অথবা সাধারণ মুসল্লী) আযান দেওয়ার জন্য মসজিদের বাইরে যেতে পারেন। সুতরাং আযান দেওয়ার উদ্দেশ্যে ঐ ব্যক্তি উক্ত ঘরে প্রবেশ করতে পারবেন। এ কারণে ইতিকাফের ক্ষতি হবে না। তবে আযান শেষে বিলম্ব না করে মসজিদে ফিরে আসবেন।

-কিতাবুল আছল ২/১৯১; মাবসূত, সারাখসী ৩/১২৬; শরহু মুখতাসারিত তাহাবী ২/৪৭৫; ফাতাওয়া খানিয়া ১/২২৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৭৫

Read more Question/Answer of this issue