Shawal 1443 || May 2022

রিদওয়ান আহমেদ - সোবহানবাগ, ঢাকা

৫৬৮৫. Question

এ বছর আমার চাচা রমযানের পাঁচ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যার কারণে তার পক্ষে রোযা রাখা সম্ভব হয়নি। রোযার ঈদের দুদিন আগে তিনি ইন্তেকাল করেন। এখন হুজুরের নিকট আমাদের জানার বিষয় হল, তিনি যে রোযাগুলো রাখতে পারেননি সেগুলোর জন্য কি ফিদয়া দিতে হবে? অনুগ্রহ করে মাসআলাটি জানালে খুব উপকৃত হতাম।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচা যেহেতু যে রমযানে অসুস্থ হয়েছেন সে রমযানেই ইন্তিকাল করেছেন এবং ঐ রমযানের রোযাগুলো কাযা করার মত সময় ও সক্ষমতা তিনি পাননি, তাই ছুটে যাওয়া রোযাগুলোর ফিদয়া আদায় করতে হবে না।

-মাবসূত, সারাখসী ৩/৮৯; বাদায়েউস সানায়ে ২/২৬৩; আলমুহীতুল বুরহানী ৩/৩৬১; আলবাহরুর রায়েক ২/২৮৩; আদ্দুররুল মুখতার ২/৪২২

Read more Question/Answer of this issue