Shawal 1443 || May 2022

ইমদাদুল্লাহ - ফরিদপুর

৫৬৮২. Question

সেদিন আমি ফজরের নামাযে দাঁড়িয়ে প্রথম রাকাতে ছানা না পড়ে ভুলে তাশাহহুদ পড়ে ফেলি। তারপর সূরা ফাতেহা পড়ি। মুহতারামের কাছে জানতে চাই, উক্ত ভুলের কারণে কি আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল?

Answer

না, উক্ত ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয়নি। প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে তাশাহহুদ পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হয় না। তবে ইচ্ছাকৃত এমনটি করা ঠিক নয়।

-আলআজনাস, নাতিফী ১/১০৯; ফাতাওয়া খানিয়া ১/১২২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; ফাতহুল কাদীর ১/৪৩৯; হালবাতুল মুজাল্লী ২/৪৪৬; শরহুল মুনইয়া, পৃ. ৪৬০

Read more Question/Answer of this issue