Shawal 1443 || May 2022

সাঈদ আহমাদ - বরিশাল

৫৬৮১. Question

কয়েকদিন আগে আসরের নামাযের জন্য মসজিদে যাই। তখন ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাই। আমি দ্রুত আল্লাহু আকবারবলে রুকুতে যাই। কিন্তু তাড়াহুড়া করার দরুন আমার তাকবীরে তাহরীমা রুকুতে গিয়ে শেষ হয়। মুহতারামের নিকট জানতে চাই যে, আমার উক্ত তাকবীরে তাহরীমা এবং নামায সহীহ হয়েছে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

নামাযে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বলা ফরয। তাই তাকবীরে তাহরিমার কিছু অংশ যদি রুকুর কাছাকাছি বা একেবারে রুকুতে গিয়ে শেষ হয়, তাহলে তাকবীরে তাহরিমা আদায় হবে না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার তাকবীরে তাহরিমা যদি রুকুতে গিয়ে শেষ হয়ে থাকে তাহলে আপনার নামায হয়নি। উক্ত নামায পুনরায় পড়ে নিতে হবে।

-বাদায়েউস সানায়ে ১/৩৩৭; খুলাসাতুল ফাতাওয়া ১/৮৫; ফাতাওয়া খানিয়া ১/৮৭; ফাতহুল কাদীর ১/২৪৩; আততাজনীস ওয়াল মাযীদ ১/৪৩২; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২১৬

Read more Question/Answer of this issue