Shawal 1443 || May 2022

আবুল খায়ের - সিলেট

৫৬৮০. Question

আমি একদিন মসজিদে গিয়ে দেখি, ইমাম সাহেব রুকুতে আছেন। তাই আমি রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে সামনের কাতারে ফাঁকা থাকা সত্ত্বেও পিছনের কাতারে একা দাঁড়িয়ে যাই। নামাযের পর একজন আলেম বললেন, এভাবে পিছনের কাতারে একা নামায পড়া মাকরূহ। তাই আমি জানতে চাচ্ছি, পিছনের কাতারে একা নামায পড়ার হুকুম কী? বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন।

Answer

সামনের কাতারে ফাঁকা থাকলে পেছনের কাতারে দাঁড়ানো মাকরূহে তাহরীমী। তবে যদি সামনের কাতারে জায়গা খালি না থাকে, তাহলে একাকী পেছনের কাতারে দাঁড়াতে পারবে। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে সামনে ফাঁকা রেখে পিছনে একাকী দাঁড়ানো ঠিক হয়নি। মাকরূহ হয়েছে। হাদীসে এভাবে দাঁড়াতে নিষেধ করা হয়েছে।

হযরত আবু বাকরা রা. থেকে বর্ণিত-

أَنّهُ انْتَهَى إِلَى النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فَقَالَ: زَادَكَ اللهُ حِرْصًا وَلاَ تَعُدْ.

তিনি (নামাযে এসে) নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকু অবস্থায় পেলেন। তখন তিনি কাতারে পৌঁছার আগেই (নামাযে শরীক হলেন এবং) রুকুতে চলে গেলেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালে তিনি তাকে বললেন, আল্লাহ তোমার আগ্রহ বৃদ্ধি করে দিন। তবে ভবিষ্যতে এরকম করো না। (সহীহ বুখারী, হাদীস ৭৮৩)

-বাদায়েউস সানায়ে ১/৫১২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৭; হালবাতুল মুজাল্লী ২/৩০৫; আদ্দুররুল মুখতার ১/৫৭০; রদ্দুল মুহতার ১/৫৭০

Read more Question/Answer of this issue