আহমাদ - ঢাকা
৫৬৭৬. Question
আমি ফজরের নামাযের জন্য ওযু করি। ওযুতে মাথা মাসেহ করতে ভুলে যাই। পরে নামাযের কিছুক্ষণ আগে তা আমার স্মরণ হয়। মুহতারামের কাছে জানার বিষয় হল, শুধু মাথা মাসেহ করলেই আমার ওযু হয়ে যাবে, নাকি পুনরায় ওযু করতে হবে?
Answer
হাঁ, এক্ষেত্রে শুধু হাত ভিজিয়ে মাথা মাসেহ করে নিলেই হবে। পুনরায় ওযু করা জরুরি নয়। কেননা ওযু বা গোসলে কোনো অঙ্গ ধোয়া বা মাসেহ করা ছুটে গেলে তা পরে করে নিলেই ওযু-গোসল সম্পন্ন হয়ে যায়। মা‘মার রাহ. বলেন-
عَنْ قَتَادَةَ فِي رَجُلٍ نَسِيَ أَنْ يَسْتَنْشِقَ، أَوْ يَمْسَحَ بِأُذُنَيْهِ، أَوْ يَتَمَضْمَضَ حَتّى دَخَلَ فِي الصّلَاةِ، ثُمّ ذَكَرَ فَإِنّهُ لَا يَنْصَرِفُ لِذَلِكَ؟ قَالَ: فَإِنْ كَانَ نَسِيَ أَنْ يَمْسَحَ بِرَأْسِهِ فَذَكَرَ وَهُوَ فِي الصّلَاةِ، فَإِنّهُ يَنْصَرِفُ وَمَسَحَ بِرَأْسِهِ.
কাতাদাহ রাহ. বলেন, যে ব্যক্তি ওযুতে নাকে পানি দিতে বা কান মাসেহ করতে বা কুলি করতে ভুলে যায়, অতঃপর নামাযে তা স্মরণ হয়। তাহলে সে নামায ছেড়ে দেবে না। আর যদি মাথা মাসেহ করতে ভুলে যায় তাহলে নামায ছেড়ে দিয়ে মাথা মাসেহ করে নেবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৪৪)
-কিতাবুল আছল ১/৩৩, ফাতাওয়া তাতারখানিয়া ১/২২; ফাতাওয়া হিন্দিয়া ১/৮