Shawal 1443 || May 2022

জামীল - ঢাকা

৫৬৭৫. Question

একদিন মসজিদে যাওয়ার পথে একটি বাদুড় আমার কাপড়ে পেশাব করে দেয়। তখন বাসায় ফিরে  অন্য কাপড় পরিধান করে নামায আদায় করি।

মুহতারামের কাছে জানতে চাচ্ছি যে, বাদুড়ের পেশাব পাক, না নাপাক?

Answer

বাদুড়ের পেশাব নাপাক নয়। তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না। তাই উক্ত কাপড়েই নামায আদায় করলে তাও হয়ে যেত। তবে নামাযের আগে কাপড় পরিবর্তন করে ভালোই করেছেন। কেননা, তা নাপাক না হলেও যেহেতু ময়লা তাই স্থানটি ধুয়ে নেওয়া অথবা কাপড় পরিবর্তন করে নামায আদায় করাই উত্তম। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১২৫৫)

-কিতাবুল আছল ১/২৫; বাদায়েউস সানায়ে ১/১৯৮; ফাতাওয়া খানিয়া ১/৯; আলবাহরুর  রায়েক ১/২৩০; হালবাতুল মুজাল্লী ১/৪৬১; আদ্দুররুল মুখতার  ১/৩১৮

Read more Question/Answer of this issue