Shaban-Ramadan 1443 || March-April 2022

আবদুল্লাহ নোমান - মুন্সীগঞ্জ, সদর

৫৬৭৪. Question

(ক) মুহতারাম মুফতী সাহেবের নিকট জানতে চাচ্ছি যে, আমার ভাই একটি ইসলামী ব্যাংকে এমসি পোস্টে চাকরি করেন।

অতএব আমার ভাইয়ের উক্ত চাকরি করা বৈধ হবে কি?

(খ) কোনো ব্যক্তি তার সৎ পুত্রবধূর সাথে দেখা দিতে পারবে কি? দলীল সহকারে জানিয়ে বাধিত করবেন।

Answer

(ক) আমাদের দেশের ইসলামী ব্যাংকগুলো শরীয়াভিত্তিক বলে দাবি করলেও বাস্তব পর্যবেক্ষণে দেখা গেছে, এদের বিনিয়োগ কার্যক্রমগুলোতে অনেক ক্ষেত্রেই যথাযথভাবে শরয়ী নীতিমালা পরিপালিত হয় না। তাই যতদিন পর্যন্ত এসব ব্যাংকে পূর্ণ শরীয়া পরিপালনের বিষয়টি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত এসব ব্যাংকে চাকরি করা ও এর বেতনাদি ভোগ করা থেকে বিরত থাকাই নিরাপদ পথ। -সহীহ বুখারী, হাদীস ৫২; মুসনাদে আহমাদ, হাদীস ২৪৬; জামে তিরমিযী, হাদীস ১২৩৪; বাদায়েউস সানায়ে ৪/৪২৬; মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, জিদ্দা ১২/১/৬৯৭

(খ) সৎ পুত্রবধূ মাহরামের অন্তভুর্ক্ত নয়।  তার সাথে দেখা-সাক্ষাৎ করা যাবে না। পূর্ণ পর্দা করতে হবে। -রদ্দুল মুহতার ৩/৩১; ফাতাওয়া খাইরিয়া ১/৩৯

Read more Question/Answer of this issue