Shaban-Ramadan 1443 || March-April 2022

উসামা - সাতক্ষীরা

৫৬৭২. Question

আমার একট বন্ধু তার উপর কুরবানী ওয়াজিব না হওয়া সত্ত্বেও এ বছর সে কুরবানী করে। কিন্তু ঈদের দ্বিতীয় দিনে অর্থাৎ যিলহজে¦র ১১ তারিখে তার পিতা মারা যায়। তার পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে কয়েক কাঠা জমি ও নগদ ৭০,০০০/- টাকা তার হিস্যায় আসে।

 

এখন তার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে কি তার উপর আরেকটি কুরবানী করা ওয়াজিব, নাকি নফল কুরবানীটা তার জন্য যথেষ্ট হয়েছে?

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত কুরবানী করার দ্বারা তার এ বছরের ওয়াজিব কুরবানীও আদায় হয়ে গেছে। তাই তার জন্য এ বছর আর কুরবানী করা আবশ্যক নয়।

-আলমুহীতুল বুরহানী ৮/৪৮১; ফাতাওয়া বায্যাযিয়া ৬/২৯২; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪৫৯; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/১৭৮

Read more Question/Answer of this issue