Shaban-Ramadan 1443 || March-April 2022

ওয়ালিউল্লাহ - পাবনা

৫৬৭১. Question

আমার একটা বিরিয়ানির দোকান আছে। মজাদার বিরিয়ানি রান্নার ব্যাপারে আমার বেশ প্রসিদ্ধি আছে। তাই আমার দোকানে ক্রেতাদের ভীড়ও  বেশি হয়। আমার দোকানের আশেপাশে আরো এক-দুটো বিরিয়ানির দোকান আছে; কিন্তু সেখানে ক্রেতাদের ভীড় তেমন দেখা যায় না। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে লোকজন আমাকে দিয়েই রান্না করায়। মাঝেমধ্যে আমার এখানে একসঙ্গে এত বেশি অর্ডার চলে আসে যে, আমি অর্ডার সরবরাহ করতে হিমশিম খেয়ে যাই। তখন আমি কিছু অর্ডার পাশের দোকানগুলোতে ভাগ করে দেই। আমি জানি যে, ক্রেতারা যদি জানতে পারে যে, আমি অন্য কাউকে দিয়ে রান্না করাই তাহলে তারা খাবার নিতে চাইবে না। তা সত্ত্বেও বাধ্য হয়েই আমি এই কাজ করি। জানার বিষয় হল, আমার এই কাজ কি শরীয়তসম্মত?

Answer

প্রশ্নের বর্ণনা থেকে বুঝা যাচ্ছে যে, যারা আপনার কাছে খাবারের অর্ডার করে তারা আপনার হাতে রান্না করা খাবারই নিতে চায়। তাই এক্ষেত্রে ক্রেতাদেরকে না জানিয়ে অন্যকে দিয়ে রান্না করিয়ে সে খাবার তাদরেকে সরবরাহ করা বৈধ হবে না।

-আলহাবিল কুদসী ২/৭৭; আলইখতিয়ার ২/১৩৬; ফাতাহুল কাদীর ৮/২১; আদ্দুররুল মুখতার ৬/১৮

Read more Question/Answer of this issue