Shaban-Ramadan 1443 || March-April 2022

আবদুল আযীয - যাত্রাবাড়ী

৫৬৬৯. Question

আমি আমাদের গ্রামের এক লোকের সঙ্গে এভাবে চুক্তি করি যে, আমি এখন তাকে ১৬ হাজার টাকা দিব। ৬ মাস পর সে আমাকে উন্নতমানের ২০ মন গম দেবে। এদিকে হঠাৎ আমার কিছু টাকার প্রয়োজন হয়। তাই আমি এক প্রতিবেশীকে বললাম, আমি অমুক ব্যক্তির কাছ থেকে ১৬ হাজার টাকা দিয়ে ২০ মন গম কিনেছি। তুমি আমাকে এখন ৮ হাজার টাকা দিলে আমি ওখান থেকে ১০ মন গম তোমার কাছে বিক্রি করে দিব। সে এতে রাজি হয়ে আমাকে ৮ হাজার টাকা দেয়। আর আমি তার কাছে ১০ মন গম বিক্রি করে দেই। জানার বিষয় হল, আমার উক্ত বিক্রি কি সহীহ হয়েছে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রতিবেশীর কাছে গম বিক্রি করা জায়েয হয়নি। কারণ, বাকিতে ক্রয় করা পণ্য বুঝে পাওয়ার আগে অন্যত্র বিক্রি করা নাজায়েয। হাদীসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

مَنِ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتّى يَسْتَوْفِيَهُ، قَالَ ابْنُ عَبّاسٍ: وَأَحْسِبُ كُلّ شَيْءٍ مِثْلَهُ.

কোনো ব্যক্তি খাবার ক্রয় করলে তা বুঝে পাওয়ার আগে যেন অন্য জায়গায় বিক্রি না করে। হযরত ইবনে আব্বাস রা. বলেন, আমি মনে করি, সব পণ্যের ব্যাপারে একই হুকুম প্রযোজ্য। (সহীহ মুসলিম, হাদীস ১৫২৫)

-শরহু মুখতাসারিত তাহাবী ৩/১৩৩; আলবাহরুর রায়েক ৬/১৬৪; ফাতহুল কাদীর ৬/২৩০; দুরারুল হুক্কাম ১/১৯৬

Read more Question/Answer of this issue