রাইয়ান আহমেদ - ঢাকা
৫৬৬৪. Question
আমার বাবা সাভারে তার নিজের জমিতে বাড়ি বানানোর কাজ শুরু করেছেন। সেখানে কাজের জন্য প্রতিদিন কখনো ৫ জন আবার কখনো ১০ জন শ্রমিককে দৈনিক নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে সারা দিনের জন্য নিয়োগ দেওয়া হয়। যেহেতু এখন বর্ষাকাল, তাই কখনো এমন হয় যে, শ্রমিকরা কাজে আসার পর বৃষ্টির কারণে পুরা দিন কোনো কাজই করতে পারে না। প্রশ্ন হল, এক্ষেত্রে কি আমার বাবার জন্য তাদেরকে ঐ দিনের পারিশ্রমিক দেওয়া জরুরি?
Answer
শ্রমিকরা বৃষ্টির কারণে যদি কোনো কাজই করতে না পারে, তাহলে তারা পারিশ্রমিকের হকদার হয় না। তাই এ অবস্থায় পারিশ্রমিক দেওয়া জরুরি নয়।
-তাবয়ীনুল হাকায়েক ৬/১৪৩; মাজমাউল আনহুর ৩/৫৪৮; দুরারুল হুক্কাম ২/২৩৬; ফাতাওয়া হিন্দিয়া ৪/৫০০; শরহুল মাজাল্লা, আতাসী ২/৪৮৭