আহমাদ - ফরিদপুর
৫৬৬২. Question
আমি মুহাররমের নয় তারিখে রোযা রাখি। দুপুর বেলায় হাসপাতালের উদ্দেশে রওনা হই। হাসপাতাল থেকে ফেরার সময় রাস্তায় ভুলে এক গ্লাস শরবত কিনে পান করে ফেলি। তারপর যখন গাড়ির সিটে বসি তখন আমার স্মরণ হয় যে, আমি রোযাদার। পরে দিনের বাকি অংশ পানাহার থেকে পূর্ণ বিরত থাকি। এখন আমার জানার বিষয় হল, আমার উক্ত রোযাটি কি সহীহ হয়েছে, নাকি কাযা করে নিতে হবে?
Answer
আপনার উক্ত রোযাটি সহীহ হয়েছে। কাযা করতে হবে না। কেননা রোযাদার ভুলবশত কিছু খেলে বা পান করলে রোযা নষ্ট হয় না। চাই তা ফরয রোযা হোক বা নফল রোযা।
হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمّ صَوْمَهُ، فَإِنّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ.
রোযাদার ভুলে পানাহার করে ফেললে সে তার রোযাকে পুরা করবে। কেননা আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন। -সহীহ বুখারী, হাদীস ১৯৩৩
খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; আলবাহরুর রায়েক ২/২৭১; আলইখতিয়ার ১/৪১২; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৪৯