Shaban-Ramadan 1443 || March-April 2022

হাসান জামিল - ঢাকা

৫৬৬১. Question

এবার ৯ই যিলহজ্ব রোযা রাখার তাওফিক হয়। আসরের পর ইফতারী ক্রয় করার জন্য  রিকশায় করে বাজারে যাই। পথে হঠাৎ একটি মশা বা মাছি উড়ে এসে গলার ভেতর চলে যায়। অনেক চেষ্টা করেও তা বের করা সম্ভব হয়নি। আমার রোযা ভেঙে গেল কি না এ নিয়ে আমি খুব পেরেশান।

 

তাই মুহতারামের কাছে জানতে চাই, অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর মশা বা মাছি ঢুকে যাওয়ার দ্বারা কি রোযা ভেঙে যায়? জানালে উপকৃত হব।

Answer

রোযা অবস্থায় অনিচ্ছাকৃত গলার ভেতর মশা, মাছি ঢুকে গেলে রোযা নষ্ট হয় না। মুজাহিদ রাহ. হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন, তিনি বলেন-

الرّجُلِ يَدْخُلُ حَلْقَهُ الذّبَابُ، قَالَ: لَا يُفْطِرُ.

কারো গলার ভেতর মাছি প্রবেশ করলে রোযা ভাঙে না। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৯৮৮৬

কিতাবুল আছল ২/১৬৯; মাবসূত, সারাখসী ৩/৯৩; ফাতাওয়া খানিয়া ১/২০৮; বাদায়েউস সানায়ে ২/২৩৮; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৬১; ফাতহুল কাদীর ২/২৫৯

Read more Question/Answer of this issue