Shaban-Ramadan 1443 || March-April 2022

আবূ সালেহ - কাশিয়ানী, গোপালগঞ্জ

৫৬৫৯. Question

গত রমযানে আমি একদিন দিনের বেলা রোযার কথা ভুলে গিয়ে ওযুর সময় স্বাভাবিকভাবে গড়গড়া করে কুলি করছিলাম। তখন গলার ভেতরে অল্প পানি চলে যায়।

 

মুহতারামের নিকট জানতে চাই, আমার কি ওই দিনের রোযা ভেঙে গিয়েছে? যদি ভেঙে গিয়ে থাকে তাহলে কি আমার ওপর ওই দিনের কাযা-কাফফারা উভয়টি আবশ্যক হবে, নাকি শুধু ওই দিনের রোযার কাযা আদায় করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার রোযার কথা স্মরণ ছিল না, তাই গড়গড়া করে ওযু করার সময় গলার ভেতরে পানি চলে যাওয়াতে আপনার রোযা ভাঙেনি।

সুতরাং আপনাকে ওই দিনের রোযার কাযা-কাফফারা কোনোটিই আদায় করতে হবে না।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৫৮০; কিতাবুল আছল ২/১৫০; বাদায়েউস সানায়ে ২/২৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২০২; রদ্দুল মুহতার ২/৪০১

Read more Question/Answer of this issue