আহমাদ - কুমিল্লা
৫৬৫৭. Question
আমাদের এলাকায় এক অন্ধ ব্যক্তি গত কয়েক বছর যাবৎ আযান দিচ্ছে। সে সুন্নত তরীকায় আযান দিয়ে থাকে। গত কয়েক দিন থেকে এলাকার কিছু লোক বলতে লাগল, অন্ধ ব্যক্তির আযান সহীহ হয় না। এখন আমার জানার বিষয় হল, অন্ধ ব্যক্তির আযান কি সহীহ?
Answer
হাঁ, অন্ধ ব্যক্তির আযান সহীহ। হযরত উরওয়া রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
أَنّ ابْنَ أُمِّ مَكْتُومٍ، كَانَ يُؤَذِّنُ لِلنّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ وَكانَ أَعْمَى.
হযরত ইবনে উম্মে মাকতুম রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় আযান দিতেন, আর তিনি ছিলেন অন্ধ। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২২৬৫)
অবশ্য অন্ধ ব্যক্তি যথা সময়ে আযান দেওয়ার ব্যাপারে ভুল করতে পারে। তাই চক্ষুষ্মান ব্যক্তি থাকলে তার আযান দেওয়াই উত্তম। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
مَا أُحِبّ أَنْ يَكُونَ مُؤَذِّنُوكُمْ عُمْيَانَكُمْ.
তোমাদের মধ্যে কোনো অন্ধ ব্যক্তি মুআযযিন হবে তা আমি পছন্দ করি না। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২২৬৬
মাবসূত, সারাখসী ১/২৩৭; বাদায়েউস সানায়ে ১/৩৭৩; আলমুহীতুল বুরহানী ২/৯৫; আলবাহরুর রায়েক ১/২৬৫; রদ্দুল মুহতার ১/৩৯১