Shaban-Ramadan 1443 || March-April 2022

মোবারক - বছিলা, ঢাকা

৫৬৫৬. Question

আমি একজন হাফেয, প্রতি রমযানে তারাবী পড়াই। আমি কখনোই তারাবীতে বিসমিল্লাহির রাহমানির রাহীমজোরে পড়তাম না। গত রমযানে জানতে পারলাম, মুক্তাদীদের খতম পূর্ণ করার জন্য একবার হলেও বিসমিল্লাহ জোরে পড়তে হয়। না হয় খতম অসম্পূর্ণ থেকে যায়। জানার বিষয় হল, উক্ত কথা কি সঠিক?

Answer

হাঁ, ‘বিসমিল্লাহির রাহমানির রাহীমকুরআন মাজীদের স্বতন্ত্র একটি আয়াত। দুই সূরার মাঝে পার্থক্য করার জন্য এই আয়াত নাযিল হয়েছে। সুতরাং মুক্তাদীদের কুরআনের খতম পূর্ণ হওয়ার জন্য কোনো এক সূরার শুরুতে উঁচু আওয়াজে একবার বিসমিল্লাহির রাহমানির রাহীমপড়ে নিবেন।

-আহকামুল কুরআন, জাস্সাস ১/১২; খুলাসাতুল ফাতাওয়া ১/৫২; আদ্দুররুল মুখতার ১/৪৯১;   আসসিআয়া ২/১৭০

Read more Question/Answer of this issue