জামিল আহমাদ - ভোলা
৫৬৫৪. Question
প্রতি বছর আমাদের বাড়ির পাশে একটি বড় গাছে অনেকগুলো বক একসাথে বাসা বাঁধে। ঐ গাছের নিচ দিয়েই আমাদেরকে মসজিদে যেতে হয়। প্রায়সময় এসব পাখি উপর থেকে বিষ্ঠা ছাড়ে। কখনো কম, কখনো বেশি। অনেকসময় এমনও হয় যে, নিজের অজান্তে ঐ বিষ্ঠা নিয়েই নামায আদায় করে ফেলি।
মুহতারামের কাছে জানতে চাচ্ছি, নিজের অজান্তে ওসব পাখির বিষ্ঠা নিয়ে নামায আদায় করলে কি নামায সহীহ হবে? জানালে উপকৃত হব।
Answer
বক হালাল পাখি। আর হালাল পাখির বিষ্ঠা নাপাক নয়। তাই তা কাপড়ে লাগার কথা জানা থাক বা না থাক, উভয় অবস্থায় তা নিয়ে নামায আদায় করলে নামায সহীহ হয়ে যাবে। তবে নামাযের আগে জানা গেলে এবং ময়লা স্থানটি ধুয়ে নেওয়া অথবা কাপড় পরিবর্তন করা সম্ভব হলে তা করে নামায আদায় করাই উত্তম।
-মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১২৬৬; কিতাবুল আছল ১/৪৭; খিযানাতুল আকমাল ১/৩০; বাদায়েউস সানায়ে ১/১৯৭; আলবাহরুর রায়েক ১/২৩০; আলইখতিয়ার ১/১১৮