Shaban-Ramadan 1443 || March-April 2022

মাহমুদুল হাসান - সালথা, ফরিদপুর

৫৬৫৩. Question

কিছুদিন আগে একটি ডাক্তারী পরীক্ষার জন্য আমার রক্ত দেওয়ার প্রয়োজন হয়। রক্ত দেওয়ার পর যোহরের নামাযের সময় হয়। আমি নতুন ওযু না করেই যোহরের নামায পড়ে নিই।

 

মুফতী সাহেবের কাছে প্রশ্ন  হল, আমার নামায কি সহীহ হয়েছে? সিরিঞ্জের সাহায্যে রক্ত বের করা হলে কি ওযুর সমস্যা হয়?

Answer

সিরিঞ্জের মাধ্যমে রক্ত নেওয়ার দ্বারা আপনার ওযু নষ্ট  হয়ে গেছে। কারণ শরীর থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলে বা বের করলে উভয় অবস্থাতেই ওযু নষ্ট হয়ে যায়। তাই আপনাকে ওই দিনের যোহরের ফরযের কাযা পড়ে নিতে হবে।

-ফাতহুল কাদীর ১/৩৪দুরারুল হুক্কাম ১/১৩  শরহুল মুনইয়া, পৃ. ১৩৬, ১৩০; আলবাহরুর রায়েক ৩২; রদ্দুল মুহতার ১/১৩৪

Read more Question/Answer of this issue