Shaban-Ramadan 1443 || March-April 2022

হাফেজ আলাউদ্দীন - বরিশাল

৫৬৫২. Question

একদিন আমি আমাদের বাড়ির বাগানে কাজ করছিলাম। তখন মাগরিবের আযান হল। আমি ওযু করে মসজিদে গেলাম এবং মাগরিবের নামায আদায় করলাম। নামাযের পর দেখি, বাগানের কাজের সময় নখের ভিতর যে মাটি ঢুকেছে তা ওযুর পরও যায়নি। এ অবস্থায় কি আমার ওযু এবং ওই ওযু দিয়ে আদায়কৃত নামায সহীহ হয়েছে?

Answer

সাধারণ অবস্থায় মাটিতে পানি লাগলে তা ভিজে পানি নিচ পর্যন্ত চলে যায়। অর্থাৎ এটি শরীরে পানি পেঁৗছাতে প্রতিবন্ধক হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে অবস্থা এমন হলে আপনার ওযু সহীহ হয়েছে এবং সে ওযু দিয়ে আদায়কৃত নামাযও সহীহ হয়েছে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ১৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২২; হালবাতুল মুজাল্লী ১/১৫১; আলবাহরুর রায়েক ১/১৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৮; আদ্দুররুল মুখতার ১/১৫৪

Read more Question/Answer of this issue