Shaban-Ramadan 1443 || March-April 2022

আবদুল্লাহ - ঢাকা

৫৬৫০. Question

আমি একদিন ওযু করতে বসে চেহারা ও হাত ধৌত করি। এমতাবস্থায় ট্যাপের পানি বন্ধ হয়ে যায়। পরে জানতে পারলাম ট্যাংকির পানি শেষ হয়ে গেছে। প্রায় আধা ঘণ্টা পর আবার পানি এল। তারপর আমি পুনরায় ওযু করতে বসি। মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার আগের ওযুর বাকি অংশ পুরা করে নিলেই হবে, নাকি পুনরায় ওযু করতে হবে?

Answer

এক্ষেত্রে পুনরায় শুরু থেকে ওযু করা উত্তম। কেননা ওযুতে এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা সুন্নত। অবশ্য এ অবস্থায় অঙ্গগুলো শুকিয়ে গেলেও ওযু ভেঙে যায় এমন কোনো কিছু যদি না ঘটে থাকে তাহলে বাকি ওযু সম্পন্ন করে নিলেও হয়ে যাবে।

-মুআত্তা মুহাম্মাদ, বর্ণনা ৫০; আলমাবসূত, সারাখসী ১/৫৬; আলবাহরুর রায়েক ১/২৭; আলমুহীতুল বুরহানী ১/১৭৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/২২১; আদ্দুররুল মুখতার ১/১২২

Read more Question/Answer of this issue