Rajab 1443 || February 2022

মুহাম্মাদ উসামা - পাবনা

৫৬৪৬. Question

কাউকে ফোন করলে অথবা কারো সাথে সরাসরি সাক্ষাৎ হলে অনেক ক্ষেত্রেই একে-অপরকে একসাথে সালাম দিয়ে ফেলি। একজনকে বলতে শুনেছি, এক্ষেত্রে দ্বিতীয় সালাম প্রথম সালামের উত্তর গণ্য হয়। আবার আরেকজন থেকে শুনলাম এক্ষেত্রে উভয়কেই অপরের সালামের জবাব দিতে হয়। হুজুরের কাছে জানতে চাই, এক্ষেত্রে শরীয়তের সঠিক সমাধান আসলে কোন্টি?

Answer

দুই ব্যক্তি একইসাথে একে-অপরকে সালাম দিলে প্রত্যেকের উপর অপরের সালামের জবাব দেয়া ওয়াজিব। আর যদি আগে-পরে হয়ে যায় তাহলে পরবর্তী সালাম পূর্ববর্তী সালামের জবাব হিসেবে গণ্য হবে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে পরবর্তীতে কারো জন্যই পুনরায় জবাব দেওয়া আবশ্যক হবে না।

-ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৭৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩৫; রদ্দুল মুহতার ৬/৪১৬; মিরকাতুল মাফাতীহ ৮/৪৬৭

Read more Question/Answer of this issue