Rajab 1443 || February 2022

রায়হানুদ্দীন - চাঁদপুর

৫৬৪৫. Question

সাউদী আরবে আমার একটি কম্বলের দোকান আছে। প্রতি মাসে সেখান থেকে এক লক্ষ ত্রিশ হাজার বা তারও বেশি লাভ আসে। আগে আমিই দোকান পরিচালনা করতাম। এখন চাচ্ছি, নিজে বিশ্রামে থেকে অন্য কাউকে দিয়ে দোকান চালাব। তাই এক ব্যক্তির সাথে এ মর্মে চুক্তি করেছি যে, দোকানে যা মালামাল লাগবে তা আমি দেব। আপনি দোকানে থাকবেন এবং ব্যবসা করবেন। মাস শেষে আপনি আমাকে লভ্যাংশ থেকে ৯০ হাজার টাকা দেবেন। বাকি যা থাকবে তা আপনার। যেহেতু দোকানটিতে বেশ বেচা-কেনা হয় তাই সেই ব্যক্তি উক্ত চুক্তিতে সম্মত হয়েছে। হুজুরের কাছে জানতে চাই, আমাদের উক্ত চুক্তিটি শরীয়তসম্মত হয়েছে কি?

Answer

প্রশ্নোক্ত চুক্তিটি সম্পূর্ণ নাজায়েয হয়েছে। এক্ষেত্রে বৈধভাবে চুক্তি করতে চাইলে যিনি দোকান চালাবেন তার একটি পারিশ্রমিক নির্ধারিত করে দিতে হবে। আর যা আয় হবে তা পুরোটাই আপনার হবে।

-আলমুহীতুল বুরহানী ১১/২১৬; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪১০; আলবাহরুর রায়েক ৭/৩১২; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দা ৪৫৮

Read more Question/Answer of this issue