উসামা - দেওভোগ, নারায়ণগঞ্জ
৫৬৪৪. Question
আমি আমার এক বন্ধুকে কাপড়ের ব্যবসা করার জন্য এক লক্ষ টাকা দিয়েছিলাম। শর্ত ছিল, এক বছর পর সে আমাকে মূল টাকার ২০% লাভ দেবে। এই মাসেই আমাদের এক বছর পূর্ণ হবে। ইতিমধ্যে জানতে পারলাম, আমাদের চুক্তিটি সহীহ হয়নি। মুহতারামের নিকট জানার বিষয় হল, এমতাবস্থায় আমরা আমাদের মাঝে লভ্যাংশ কিভাবে বণ্টন করব? আমার বন্ধু পূর্বের শর্তানুযায়ী আমাকে মূল টাকার ২০% লাভ দিতে প্রস্তুত। আমার জন্য কি তা গ্রহণ করা বৈধ হবে? বিস্তারিত জানালে উপকৃত হব।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে মূল টাকার ২০% লাভ দেওয়ার শর্ত করা নাজায়েয হয়েছে। এ কারণে উক্ত চুক্তি ফাসেদ হয়ে গিয়েছে। তাই আপনার বিনিয়োগকৃত এক লক্ষ টাকার উপর অর্জিত পূর্ণ মুনাফা আপনি পাবেন। আর আপনার বন্ধু এক বছর ব্যবসা পরিচালনার জন্য ন্যায্য পারিশ্রমিক পাবে।
-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৭৬৪; কিতাবুল আছল ৪/১২৯; আলমুহীতুল বুরহানী ১৮/১২৬; আদ্দুররুল মুখতার ৫/৬৪৫