Rajab 1443 || February 2022

আবদুর রশীদ - মিরপুর, ঢাকা

৫৬৪২. Question

আমি ব্যাংক থেকে ব্যবসার জন্য টাকা উত্তোলন করি এভাবে-

আমি প্রথমে আমার দোকানের কিছু নির্দিষ্ট মাল ভাউচারের মাধ্যমে দাম নির্ধারণ করি। এরপর ব্যাংকের প্রতিনিধির নিকট ওই দামে বিক্রি করে হস্তান্তর করে দিই এবং তাকে বলি, আপনি কি মাল বুঝে পেয়েছেন? তখন সে বলে, হাঁ, আমি বুঝে পেয়েছি। কিন্তু মাল দোকানেই থাকে; তারা দোকান থেকে মাল নেয় না। তারপর ব্যাংকের প্রতিনিধি বলে, আমি এখন মাল বিক্রি করে দিব। তখন আমি বলি, কত দামে বিক্রি করবেন? তখন তারা বলে, আমরা আপনার কাছ থেকে এত টাকা দিয়ে কিনেছি, এখন বেশি দামে বিক্রি করব। তখন মূল্য নির্ধারণ করে তার কাছ থেকে বাকিতে বেশি দাম দিয়ে আমিই পণ্যগুলো কিনি এবং বলি, আমি আপনাদের টাকা মাসিক অথবা সাপ্তাহিক কিস্তিতে নির্ধারিত সময়ে আদায় করে দিব। এভাবে টাকা উত্তোলন করা জায়েয হবে কি?

Answer

প্রশ্নোক্ত পদ্ধতিতে ব্যাংক থেকে টাকা নেয়া জায়েয হবে না। আর কোনো ব্যাংক এভাবে লেনদেন করে বলেও শোনা যায় না। এক্ষেত্রে নিজ দোকানের মাল বিক্রয়ের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা ক্রয়-বিক্রয়ের নয়, বরং ক্রয়-বিক্রয়ের নাম ব্যবহার করে ঋণ দিয়ে অতিরিক্ত নেয়ার একটা অপকৌশল মাত্র। ক্রয়-বিক্রয় এখানে উদ্দেশ্য নয়। এক্ষেত্রে যার পণ্য তার কাছেই থেকে যাচ্ছে। মাঝে টাকা ধার দিয়ে অতিরিক্ত ভোগ করা হচ্ছে; যা সুদের অন্তর্ভুক্ত। মুসলমানদের এসব কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা আবশ্যক।

-আলমাবসূত, সারাখসী ১৪/৩৬; ফাতহুল কাদীর ৬/৩২৪; আলমুগনী, ইবনে কুদামা ৬/২৬৩; আদ্দুররুল মুখতার ৫/৩২৫; শরহুল মাজাল্লা ২/৪৫৪

Read more Question/Answer of this issue