Rajab 1443 || February 2022

রাবেয়া - যশোর

৫৬৪১. Question

আমার স্বামী সৌদি আরবের রিয়াদে চাকরি করতেন। দুই মাস আগে অফিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। হঠাৎ করেই তার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা চিন্তায় পড়ে যাই। কিন্তু তখনও আমরা কিছু জানতে পারিনি। প্রায় তিন সপ্তাহ যাবৎ সৌদি দুতাবাসে অনেকবার খোঁজ নেওয়ার পর আমরা বিষয়টি জানতে পারি।

জানার বিষয় হল, এখন আমি কবে থেকে ইদ্দত গণনা করব?

Answer

স্ত্রী স্বামীর মৃত্যুর খবর না পেলেও স্বামীর মৃত্যুর পর থেকেই ইদ্দত শুরু হয়ে যায়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্বামী যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন থেকেই আপনার ইদ্দত গণনা করতে হবে। তাই আপনি অন্তঃসত্ত্বা না হলে স্বামীর মৃত্যুর দিন থেকে চার মাস দশ দিন আর অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইদ্দত পালন করবেন।

-বাদায়েউস সানায়ে ৩/৩০১; আলমুহীতুল বুরহানী ৫/২৩৩; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৮; আলবাহরুর রায়েক ৪/১৪৪; রদ্দুল মুহতার ৩/৫২০

Read more Question/Answer of this issue