Rajab 1443 || February 2022

সোহাগ - কলাবাগান, ঢাকা

৫৬৪০. Question

আমাদের পাশের ফ্ল্যাটে এক লোক তার স্ত্রীকে বায়েন তালাক দেয়। তারা শরীয়তের মাসআলা না জানার কারণে প্রায় দুই মাস স্বামী-স্ত্রী হিসেবে একত্রে অবস্থান করে। এ সময়ের মধ্যে ঐ মহিলার দুটি ঋতুস্রাব অতিবাহিত হয়ে যায়। এখন ঐ মহিলা মাসআলা জানার পর স্বামী থেকে আলাদা হয়ে গেছে এবং স্বামীর সাথে আর সংসার করতে চাচ্ছে না। সে অন্যত্র বিবাহ করতে চায়। তাই সে জানতে চাচ্ছে, সে কি এখন অন্যত্র বিবাহ করতে পারবে?

Answer

বায়েন তালাক হয়ে যাওয়ার পর যেহেতু না জেনে ঐ মহিলা তার তালাকদাতা স্বামীর সাথে একত্রে থেকেছে তাই এক্ষেত্রে সে তার থেকে আলাদা হওয়ার পর থেকে ইদ্দত পালন শুরু করবে। (অর্থাৎ ঋতুমতি হলে পূর্ণ তিনটি ঋতু¯্রাব আর অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত)এভাবে আলাদা হওয়ার পর থেকে ইদ্দত পালন শেষ হওয়ার পর ঐ মহিলা চাইলে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

উল্লেখ্য, বায়েন তালাকের পর স্বামী-স্ত্রী হিসেবে একত্রে অবস্থান করা সম্পূর্ণ হারাম। তালাকের পরেই মাসআলা জেনে নেওয়া আবশ্যক ছিল। এখন বিগত দিনের গুনাহের জন্য উভয়কে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে।

-আলমুহীতুল বুরহানী ৫/২৩৩; মুখতারাতুন নাওয়াযিল ২/১৮২; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৮; ফাতহুল কাদীর ৪/১৫১; আলবাহরুর রায়েক ৪/১৩৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩২; আদ্দুররুল মুখতার ৩/৫১৮

Read more Question/Answer of this issue