Rajab 1443 || February 2022

মুহাম্মাদ জসিম - কুমিল্লা

৫৬৩৮. Question

গত রমযানের শেষের দিকে আমার তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অনেক পরিশ্রম করতে হবে মনে করে শেষের তিনটি রোযা রেখে ভেঙে ফেলি। পরীক্ষা শেষ করে যখন ওই রোযাগুলোর কাযা করার ইচ্ছা করি, মসজিদের ইমাম সাহেব আমার অবস্থা শুনে বলেন, আপনি যেহেতু শরয়ী কারণ ছাড়া ওই রোযাগুলো ভেঙেছেন তাই আপনার উপর ওই রোযাগুলোর কাযা-কাফফারা উভয়টি আবশ্যক হবে। মুহতারামের কাছে আমি জানতে চাই, ওই তিন রোযার জন্য কি ভিন্ন ভিন্ন তিনটি কাফফারা আবশ্যক হবে। নাকি শুধু একটি কাফফারা যথেষ্ট হবে?

Answer

 প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর একটি কাফফারা আদায় করা জরুরি। আর যে কয়টি রোযা ভেঙেছেন সেগুলোর প্রত্যেকটির কাযা করতে হবে।

তবে ভালোভাবে মনে রাখা দরাকার, শরয়ী কোনো ওজর ছাড়া রমযানের রোযা ভেঙে ফেলা মারাত্মক গুনাহের কাজ। এর জন্য কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তেগফার করতে হবে।

-কিতাবুল আছল ২/১৫৩; শরহু মুখতাসারিত তাহাবী ২/৪২৪; খিযানাতুল আকমাল ১/২৯৯; বাদায়েউস সানায়ে ২/২৫৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৩০; আলবাহরুর রায়েক ২/২৭৭

Read more Question/Answer of this issue