আহমাদ - ফেনী
৫৬৩৬. Question
আমি রমযানের এক রোযায় দুপুর বেলায় ভুলে পানি পান করে ফেলি। পরে আমি মনে করি, আমার রোযা নষ্ট হয়ে গেছে। তাই ইচ্ছা করেই দুপুরের খাবারও খেয়ে ফেলি। তারপর আমাদের ইমাম সাহেবকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, রোযাদার ভুলবশত পানাহার করলে রোযা নষ্ট হয় না। আপনি যেহেতু তারপরও ইচ্ছাকৃত খেয়েছেন তাই এর কারণে রোযাটি ভেঙে গেছে। এখন আপনাকে ঐ দিনের রোযা কাযা করতে হবে। এখন মুহতারামের কাছে জানার বিষয় হল, আমাকে ঐ দিনের রোযা কাযা করে নিলেই হবে, নাকি কাফফারাও আদায় করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে ঐ দিনের রোযার শুধু কাযা করতে হবে। কাফফারা আদায় করতে হবে না। তবে এক্ষেত্রে কোনো আলেম থেকে মাসআলা না জেনে নিজ ধারণার ভিত্তিতে পরবতীর্তে ইচ্ছাকৃত রোযাটি ভেঙে ফেলা বড় অন্যায় হয়েছে।
-বাদায়েউস সানায়ে ২/২৫৭; আলমুহীতুল বুরহানী ৩/৩৬৬; মাজমাউল আনহুর ১/৩৫৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৫৮৯; আদ্দুররুল মুখতার ২/৪০১