Rajab 1443 || February 2022

মুহাম্মাদ হেলাল - কুমিল্লা

৫৬৩২. Question

কয়েকদিন আগে আমি রুমে যোহরের সুন্নত পড়ছিলাম। নামায পড়া অবস্থায় এক সাথী এসে তাড়াহুড়ার মধ্যে অন্য কেউ না থাকায় আমাকে জিজ্ঞেস করছিল, ভাই! আজ কি এক তারিখ? তখন আমি তার তাড়াহুড়ার প্রতি লক্ষ্য করে মাথায় ইশারা করে উত্তর দিই। আমার জানার বিষয় হল, এভাবে মুখে উচ্চারণ ছাড়া শুধু মাথা ইশারা করার কারণে কি আমার নামায নষ্ট হয়ে গেছে?

Answer

না, মাথা দিয়ে ইশারা করার কারণে আপনার নামায নষ্ট হয়নি। তবে নামাযে এমন কাজ খুশু-খুযুর খেলাফ। ফকীহগণ নামাযে মাথা বা আঙ্গুল দিয়ে ইশারা করা মাকরূহ বলেছেন।

প্রকাশ থাকে যে, নামাযরত ব্যক্তিকে উক্ত বিষয়ে জিজ্ঞাসা করা অন্যায় হয়েছে। এ কারণে ইস্তেগফার করতে হবে।

-আলমুহীতুল বুরহানী ২/১৬৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১২৯; তাবয়ীনুল হাকায়েক ১/৩৯৫; শরহুল মুনইয়া, পৃ. ৪৪৫; রদ্দুল মুহতার ১/৬৪৪

Read more Question/Answer of this issue