Rajab 1443 || February 2022

মুহাম্মাদ নাসির - মোমেনশাহী

৫৬৩১. Question

আমি মাগরিবের প্রথম রাকাতে মাসবুক হই। ইমাম সাহেব ভুলে প্রথম বৈঠক ছেড়ে দেন। শেষ বৈঠকে যখন ইমাম সাহেব সাহু সিজদার জন্য এক দিকে সালাম ফেরান তখন আমি আমার বাকি নামায স্মরণ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে এ ধারণা করে এক দিকে সালাম ফিরাই যে, সাহু সিজদার আগে এক দিকে সালাম ফিরাতে হয়। নামায শেষ করলে পাশের এক ব্যক্তি বলেন, আপনি যেহেতু মাসবুক ছিলেন, তাই সাহু সিজদার আগে ইমামের সাথে সালাম ফিরানো ঠিক হয়নি। তারপর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বলেন, আপনি যদি ইচ্ছাকৃতভাবে সালাম ফিরিয়ে থাকেন তাহলে আপনার নামায নষ্ট হয়ে গেছে, তা পুনরায় পড়তে হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে সালাম ফিরিয়ে থাকেন তাহলে আপনার নামাযের কোনো ক্ষতি হয়নি। আমার জানার বিষয় হল, ইমাম সাহেবের কথা কি ঠিক?

Answer

হাঁ, ইমাম সাহেবের কথা সঠিক। তাই আপনি ওই নামাযটি দ্বিতীয়বার না পড়ে থাকলে তা পড়ে নেবেন। কেননা প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি ইচ্ছাকৃত ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরিয়েছিলেন। আর মাসবুক ইমামের সাথে ইচ্ছাকৃত সাহু সিজদার সালাম ফিরালে তার নামায ফাসেদ হয়ে যায়।

-বাদায়েউস সানায়ে ১/৪২২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৪; ফাতহুল কাদীর ১/৪৪৩; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৯; হালবাতুল মুজাল্লী ২/৪৬৩; আলবাহরুর রায়েক ২/১০০; রদ্দুল মুহতার ২/৮২

Read more Question/Answer of this issue