মুহাম্মাদ যুবায়ের - লালবাগ, ঢাকা
৫৬৩০. Question
গতকাল জোহরের নামাযের সময় ইমাম সাহেব এক রাকাত পড়ে ফেলার পর আমি জামাতে শরীক হই। নামায শেষে ইমাম সাহেব সালাম ফেরানোর পর ভুলে আমিও এক দিকে সালাম ফিরিয়ে ফেলি। তারপর ছুটে যাওয়া রাকাতটির কথা মনে পড়ার সাথে সাথে দাঁড়িয়ে যাই এবং সাহু সিজদাসহ বাকি নামায স্বাভাবিকভাবে পূর্ণ করি। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, উক্ত অবস্থায় আমার উপর আসলেই কি সাহু সিজদা ওয়াজিব হয়েছিল?
Answer
হাঁ, প্রশ্নোক্ত অবস্থায় আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। কেননা মাসবুক ব্যক্তি যদি ইমামের সালাম ফিরানোর পর ভুলে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নিজের নামায শেষে সাহু সিজদা দেয়া ওয়াজিব হয়। সুতরাং আপনি সাহু সিজদা দিয়ে ঠিকই করেছেন।
-বাদায়েউস সানায়ে ১/৪২২; আয্যাখীরাতুল বুরহানিয়া ২/৬৮; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৩৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৪; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৮; মাজমাউল আনহুর ১/২২২; রদ্দুল মুহতার ১/৫৯৯