Rajab 1443 || February 2022

যাকির হুসাইন - দাউদকান্দি, কুমিল্লা

৫৬২৯. Question

একদিন চুল ছাঁটার জন্য বাজারে যাই। সেলুন থেকে চুল ছেঁটে ফেরার পথে এক মসজিদে ইকামতের আওয়াজ শুনে জামাতে শরীক হই। ওযু ছিল বিধায় দ্বিতীয়বার ওযুর প্রয়োজন মনে করিনি। কিন্তু পরে সন্দেহ হল যে, নামাযের আগে ওযু করার সময় যেই চুলের উপর মাসেহ করেছিলাম তা তো নেই। চুল ছাঁটার দ্বারা আমার মাসেহ ভেঙ্গে গেল কি না, এ নিয়ে বেশ দ্বিধায় পড়ে আছি।

মুহতারামের কাছে জানতে চাই, চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর দ্বারা কি মাসেহ ভেঙে যায়? জানালে উপকৃত হব।

Answer

অযু করার পর চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর দ্বারা মাসেহ বাতিল হয়ে যায় না। সুতরাং এক্ষেত্রে পুনরায় মাথা মাসেহ বা অযু করার প্রয়োজন নেই।

عَنِ الْحَسَنِ؛ فِي الرّجُلِ يَأْخُذُ مِنْ شَعْرِهِ وَمِنْ أَظْفَارِهِ بَعْدَ مَا يَتَوَضّأُ؟ قَالَ : لاَ شَيْءَ عَلَيْهِ.

হযরত হাসান বসরী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি অযু করার পর তার চুল বা নখ কাটলে তার উপর কোনো কিছু আবশ্যক নয়। (মুসান্নাফে ইবনে আবী শায়বাহ, হাদীস ৫৭৬)

-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ ১/৭২; কিতাবুল আছল ১/৩৬; আলমাবসূত, সারাখসী ১/৬৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; ফাতাওয়া বায্যাযিয়া ১/১৩; আদ্দুররুল মুখতার ১/১০১

Read more Question/Answer of this issue