আবদুল্লাহ - রায়েরবাগ, ঢাকা
৫৬২৪. Question
আমি যাত্রবাড়ী আড়তে একটি সবজির দোকানে কর্মচারী হিসেবে কাজ করি। দোকানের মালিক থাকেন ঝালকাঠি। তিনি বিভিন্ন জায়গা থেকে সবজি পাঠান এবং তার মূল্যও বলে দেন। আমি সাধারণত সে দামেই বিক্রি করি। তবে মাঝেমধ্যে ক্রেতাদের সাথে দরদাম করে অথবা ক্রেতা বেশি হওয়ায় পণ্যের বাজারমূল্য বেড়ে গেলে মালিক কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যেও তা বিক্রি করা সম্ভব হয়। হুজুরের কাছে জানতে চাই, এক্ষেত্রে আমি কি মালিক কর্তৃক নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্যে বিক্রি করতে পারব? যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে অতিরিক্ত মূল্য কি আমি নিজের কাছে রেখে দিতে পারব?
Answer
পণ্যের মালিক যদি পণ্যের বিক্রয়মূল্য বলে দেয় এবং তা যদি বাজারের স্বাভাবিক মূল্য হয়ে থাকে তাহলে আপনার জন্য সেই মূল্যেই বিক্রি করা উচিত। তবে মূল্য বলে দেওয়াটা যদি নূন্যতম পরিমাণ নির্ধারণের জন্য হয়ে থাকে তাহলে বাস্তবসম্মত যৌক্তিক বাজারমূল্য বৃদ্ধি পেলে বেশি দামে বিক্রি করতে পারবেন। তবে মূল্য নেয়ার ক্ষেত্রে যৌক্তিক বাজারমূল্য সর্বদাই বিবেচ্য ও লক্ষণীয়। আর মালিকের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে পুরো মূল্যই মালিকের প্রাপ্য হবে। মালিকের অনুমতি ছাড়া এ থেকে আপনি কিছুই নিতে পারবেন না।
-বাদায়েউস সানায়ে ৫/২৬; আলমুহীতুল বুরহানী ১৫/৮১; ফাতাওয়া খানিয়া ৩/৩৯; ফাতাওয়া বায্যাযিয়া ২/৪৭৭; আদ্দুররুল মুখতার ৫/৫২১; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দা ৫৭৮