Jumadal Akhirah 1443 || January 2022

রাকীব - জয়পুরহাট

৫৬২২. Question

আমাদের এলাকায় একটি ছোট জুমা-মসজিদ আছে। মসজিদ সংশ্লিষ্ট মসজিদের অতিরিক্ত আরো জায়গা আছে। মহল্লাবাসী মসজিদকে সম্প্রসারণ করতে চায়। মসজিদের পাশে একটি কবরস্থান আছে, যা খুবই ছোট। তাই মসজিদের অতিরিক্ত জায়গার অর্ধেক মসজিদ সম্প্রসারণের কাজে আর বাকি অর্ধেক কবরস্থানের সাথে যুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের এ কাজ কি শরীয়তসম্মত হয়েছে?

 

Answer

ওয়াকফকারী যে উদ্দেশ্যে ওয়াকফ করে ওয়াকফ সম্পত্তি সেই কাজের জন্য নির্ধারিত হয়ে যায়। অন্য কাজে তা ব্যবহার করা বৈধ হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদের জায়গায় কবরস্থান বানানো বৈধ হবে না। বরং মসজিদ সম্প্রসারণের পর অবশিষ্ট জায়গা মসজিদের জন্যই নির্ধারিত থাকবে। প্রয়োজনে মসজিদের কল্যাণে বা মসজিদ সংশ্লিষ্ট অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন ইমাম-মুআযযিনের বাসস্থান বা মসজিদের অধীনে দ্বীনী তালীমের ব্যবস্থা করা ইত্যাদি। আর কবরস্থানের জন্য আরো জায়গার প্রয়োজন হলে, অন্য পাশ থেকে কবরস্থানের পক্ষে এলাকাবাসী ক্রয় করবে। কেননা এলাকার মৃতদের কবরস্থানের ব্যবস্থা করার দায়িত্ব এলাকায় বসবাসকারীদের। এটা মূলত নিজেদেরই প্রয়োজন। সুতরাং এজন্য মসজিদের জায়গা নেওয়া কোনো ক্রমেই বৈধ হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ২/৪৯০; আলবাহরুর রায়েক ৫/২৪৫; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়্যা ১/১২৬

Read more Question/Answer of this issue