Jumadal Akhirah 1443 || January 2022

মাহফুজ - লালবাগ

৫৬২১. Question

একদিন আমি আমার স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে বলে বসি, ‘যাও আজ থেকে তোমার হাতের রান্না আর খাব না, যদি খাই, তাহলে হারাম খাই।পরবর্তীতে ঝগড়া থামলে পরিবেশ শান্ত হওয়ার পর আমার স্ত্রীর জোরাজুরিতে একসাথে খাবার খাই। হুজুরের কাছে জানতে চাই, আমার স্ত্রীকে উক্ত কথা বলার পর পুনরায় তার হাতের রান্না খাওয়াতে কোনো সমস্যা হয়েছে কি? জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত কথা বলার দ্বারা কসম সংঘটিত হয়েছে। এরপর স্ত্রীর হাতের রান্না খাওয়ায় সে কসম ভঙ্গ হয়ে গেছে। এখন আপনাকে কসমের কাফফারা দিতে হবে। কাফফরা হল, দশজন গরীব লোককে দুই বেলা খাবার খাওয়ানো অথবা দশজন গরীবকে এক জোড়া করে পরিধেয় বস্ত্র দেয়া। এ দুটির কোনোটির সামর্থ্য না থাকলে লাগাতার তিন দিন রোযা রাখা।

-ফাতহুল কাদীর ৪/৩৭২; আলবাহরুর রায়েক ৪/২৯২, ২৮৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৫৫, ৬১; রদ্দুল মুহতার ৩/৭২৯, ৭২৫

Read more Question/Answer of this issue